0 / 0
4,99005/01/2014

নারীদের মসজিদে ইতিকাফ

প্রশ্ন: 37698

নারীদের জন্য রমজানের শেষ দশদিন মসজিদে ইতিকাফ করা জায়েয কি না?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

সমস্তপ্রশংসাআল্লাহরজন্য। হ্যাঁ, নারীদেরজন্যরমজানেরশেষদশদিন মসজিদেইতিকাফকরাজায়েয।

বরং ইতিকাফনারী-পুরুষউভয় শ্রেণীরজন্যএকটি সুন্নত ইবাদত।মুমিনদের মাতাগণ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীবর্গ তাঁর জীবদ্দশায় ও তাঁর মৃত্যুর পরে মসজিদেইতিকাফ করেছেন।

সহীহ বুখারী (২০২৬)ও সহীহ মুসলিম(১১৭২) এ নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরস্ত্রীআয়েশারাদিয়াল্লাহু আনহা থেকেবর্ণিতহয়েছে যে: “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেআল্লাহতাআলা মৃত্যু দানের আগ পর্যন্ততিনি রমজানেরশেষদশদিনইতিকাফপালনকরতেন। তাঁর মৃত্যুর পরতাঁরস্ত্রীগণইতিকাফপালনকরেছেন।”

“আউনুল মাবূদ” গ্রন্থেবলাআছে-

“এ হাদিসে দলীল পাওয়া যায় যেইতিকাফেরক্ষেত্রেনারী-পুরুষসমান।”

শাইখআবদুল আযীযইবনেবাযরাহিমাহুল্লাহবলেছেন:

“ইতিকাফ নারী-পুরুষ উভয়েরজন্যসুন্নত।নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামথেকেপ্রমাণিতহয়েছেযেতিনিরমজানেইতিকাফপালনকরতেন।সবশেষে তাঁর ইতিকাফরমজানের শেষদশদিনেস্থিরহয়এবংতাঁরকয়েকজনস্ত্রীওতাঁরসাথেইতিকাফপালনকরতেন। তাঁর মৃত্যুর পরেও তাঁরাইতিকাফপালনকরেছেন। ইতিকাফেরস্থান হচ্ছে- এমন মসজিদ যেখানেজামাতেরসাথে সালাত আদায়করাহয়।”সমাপ্ত

ইন্টারনেটে শাইখইবনেবাযেরওয়েবসাইটথেকেনেয়াহয়েছে সংগৃহীত।

আল্লাহইসবচেয়েভালোজানেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android