ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামায নামায কি ফরয; নাকি সুন্নত? যে ব্যক্তি এ নামায পড়ে না তার কি কি গুনাহ হবে?
0 / 0
3,72822/06/2017
দুই ঈদের নামাযের হুকুম
প্রশ্ন: 26989
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাযদ্বয় ‘ফরযে-কিফায়া’। কিছু কিছু আলেমের মতে, এ নামাযদ্বয় জুমার নামাযের ন্যায় ‘ফরযে-আইন’। সুতরাং কোন মুমিনের জন্য এ নামাযদ্বয় ছেড়ে দেয়া উচিত নয়।
আল্লাহ্ই তাওফিকদাতা।
সূত্র:
গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি (৮/২৮৪)