0 / 0

কোরবানী করতে ইচ্ছুক ব্যক্তির ওয়ালিমা বা বৌ-ভাত পালনেচ্ছু ব্যক্তির সাথে অংশীদার হওয়া এবং ওয়ালিমা-অনুষ্ঠানের যতটুকু না-হলে নয়

প্রশ্ন: 255557

প্রশ্ন: আমার কিছু আত্মীয় আছেন যারা ঈদের দিনগুলোতে বিয়ের বৌ-ভাত উপলক্ষে আরও একটি গরু জবাই করবেন। কোরবানীর সুন্নত পালনের নিয়তে আমরা কি এ পশুর মধ্যে তাদের সাথে অংশীদার হতে পারি? এর মাধ্যমে কি আমরা পরিপূর্ণ সওয়াব পাব?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আলহামদুলিল্লাহ।

এক:

উপস্থিতমেহমানদেরজন্য যে কোনধরণের খাবার উপস্থাপনকরার মাধ্যমেবিয়েরওয়ালিমা পালনহতে পারে;এমনকি সেটাযদি যবের তৈরীখাবার হয় তাদিয়েও।

“আল-মাওসুআআল-ফিকহিয়্যা” গ্রন্থে(৪৫/২৫০) এসেছে-

হানাফি,মালেকি, শাফেয়িও হাম্বলিমাযহাবেরআলেমগণের মতে,ওয়ালিমাঅনুষ্ঠানেরসর্বনিম্নকোন সীমা নেই।যে কোন খাবারেরমাধ্যমেইসুন্নত আদায়হতে পারে।এমনকি সেটাদুই মুদ্দ (চারমুদ্দে এক সা’) যবের তৈরীখাবারেরমাধ্যমেও হতেপারে। যেহেতুসহিহ হাদিসেএসেছে- নবীসাল্লাল্লাহুআলাইহি্ ওয়াসাল্লাম তাঁরজনৈক স্ত্রীরওয়ালিমাঅনুষ্ঠানকরেছিলেন দুইমুদ্দ যবের তৈরীখাবার দিয়ে।

কাযী ইয়ায ওয়ালিমাঅনুষ্ঠানপালনেরসর্বনিম্নকোন সীমা নেইমর্মে ‘ইজমা’ উল্লেখ করেন।বরং যে কোনকিছুরমাধ্যমেইসুন্নত পালিতহবে।

ইমাম শাফেয়িবলেন:সামর্থ্যবানেরজন্য ওয়ালিমারসর্বনিম্নপর্যায় হলছাগল জবাই। আরসামর্থ্যবাননা হলে তারযতটুকুসামর্থ্য আছেতা দিয়ে।যেহেতুবর্ণিত আছেযে, আব্দুররহমান বিন আওফ(রাঃ) যখন বিয়েকরেছেন তখননবীসাল্লাল্লাহুআলাইহি্ ওয়াসাল্লাম তাকেবলেছেন, “একটিছাগল দিয়েহলেও ওয়ালিমাকর”।

নাসাঈ বলেন:উদ্দেশ্যহচ্ছে-পরিপূর্ণতারসর্বনিম্নপর্যায় হচ্ছে-ছাগল জবাই করাবিঃদ্রঃ এরমধ্যে যে কথাআছে সে কথারভিত্তিতে। আরযে কোন খাবারদিয়েইওয়ালিমা পালনকরা হোক নাকেন সেটা আদায়হয়ে যাবে। এখাবার আকদঅনুষ্ঠানেরসময় যে সবখাবার ও পানীয়সরবরাহ করা হয়সেগুলোকেওঅন্তর্ভুক্তকরবে; যেমনচিনি বা অন্যকিছু; এমনকিবিবাহকারীযদি সচ্ছল হনসেক্ষেত্রেও।

হাম্বলিমাযহাবেরএকদল আলেমস্পষ্ট ভাষায়বলেন যে, মুস্তাহাবহচ্ছে-ওয়ালিমাঅনুষ্ঠানএকটি ছাগল জবাইএর চেয়ে কমযেন না হয়।

আল-যারকাশিবলেন: নবীসাল্লাল্লাহুআলাইহি্ ওয়াসাল্লামেরবাণী “একটিছাগল দিয়েহলেও”এখানে “ছাগল” দ্বারাউদ্দেশ্যহচ্ছে-নিদেনপক্ষে।অর্থাৎ এমনকিসামান্য কিছুদিয়ে হলেওযেমন একটিছাগল।

আল-মুরাদিবলেন: এর থেকেবুঝা যায় যে,ছাগল ছাড়াওওয়ালিমা করাযেতে পারে।হাদিস থেকেআরও বুঝা যায়যে, ছাগলেরচেয়ে বেশিকিছু দিয়েওয়ালিমা করাউত্তম। কেননাতিনি ছাগলকেসামান্যজিনিস হিসেবেউল্লেখকরেছেন।[সমাপ্ত]

দুই:

উটের একসপ্তমাংশকিংবা গরুর একসপ্তমাংশ দিয়েকোরবানী করা জায়েয।যেমনটিইতিপূর্বে 45757নং প্রশ্নোত্তরেউল্লেখ করাহয়েছে।

তিন:

গরু কিংবাউটের মধ্যেঅংশীদার হওয়াজায়েয। এমনকিকোন অংশীদারেরউদ্দেশ্য যদিকোরবানী না হয়তবুও। যেমন কারোউদ্দেশ্য হলবিয়েরওয়ালিমার জন্যকিংবা খাওয়ারজন্য কিংবাবিক্রি করারজন্য গোশত পাওয়া।

ইমাম নববী(রহঃ) ‘আল-মাজমু’ গ্রন্থে(৮/৩৭২) বলেন:

কোরবানীদেয়ার জন্যএকটি উটেকিংবা একটিগরুতে সাতজনঅংশীদার হওয়াজায়েয। হোকঅংশীদারেরাসকলে একইবাড়ীর লোককিংবা ভিন্নভিন্ন বাড়ীরলোক। কিংবাতাদের কারোকারোউদ্দেশ্য হয়শুধু গোশতসেক্ষেত্রেওকোরবানীকারীরপক্ষ থেকেকোরবানী আদায়হয়ে যাবে। হোকনা সেকোরবানীটামানতেরকোরবানী কিংবানফল কোরবানী।এটাই আমাদেরমাযহাব। এটাইমাম আহমাদ ওজমহুর আলেমেরঅভিমত।

ইবনে কুদামা(রহঃ) তাঁর ‘আল-মুগনি’ গ্রন্থে(১৩/৩৬৩) বলেন: “একটি উটসাতজনের পক্ষথেকে যথেষ্টহবে। অনুরূপভাবেএকটি গরুও।এটি অধিকাংশআলেমের অভিমত।এরপর তিনি এঅভিমতেরসপক্ষে কিছুহাদিস উল্লেখকরেন। অতঃপরবলেন: “এটাযখন সাব্যস্তহল তখন এতেকোন সমস্যানেই যে,অংশীদারগণসবাই একইবাড়ীর হোককিংবা না হোক।অংশীদারগণসকলেই ফরযকোরবানীআদায়কারী হোককিংবা নফলকোরবানীআদায়কারীহোক।অংশীদারদেরকেউ কেউ আল্লাহ্‌রনৈকট্যেরউদ্দেশ্যকোরবান করুনকিংবা কেউ কেউশুধু গোশতেরজন্য পশু জবাইকরুক। কেননা প্রত্যেকব্যক্তিরপক্ষ থেকে তারঅংশই আদায়হবে। অন্যেরনিয়ত তার কোনক্ষতি করবেনা।[সমাপ্ত]

এ আলোচনারভিত্তিতে:

আপনি আপনারনিকটাত্মীয়দেরসাথে অংশীদারহতে পারেন।আপনি একসপ্তমাংশেরঅংশীদার হবেনএবং এর দ্বারাআপনিকোরবানীরনিয়ত করবেন-এক সপ্তমাংশেরচেয়ে কম দিয়েকোরবানী হবেনা- । গরুরঅবশিষ্টাংশতারা যেভাবেইচ্ছা সেভাবেওয়ালিমাকিংবা অন্যউদ্দেশ্যকাজে লাগাতেপারবে।

একটি বিষয়খেয়াল রাখতেহবে সেটা হলকোরবানীরগরুর বয়সকমপক্ষে: দুইবছর হতে হবে।এর চেয়ে কমবয়সী হলেকোরবানীজায়েয হবে না।এমনকি সে গরুরগোশত অনেকহলেও। আরওজানতে দেখুন: 41899নং প্রশ্নোত্তর।

আল্লাহ্‌ইভাল জানেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android