0 / 0
3,87006/09/2016

কোরবানীর পশু জবাই করার সময় জবাইকারী কি নিয়ত উচ্চারণ করবে?

প্রশ্ন: 109340

প্রশ্ন: কোরবানীর পশু জবাই করার সময় জবাইকারী যদি বলে: এটি অমুকের পক্ষ থেকে অর্থাৎ কোরবানকারীর নাম উল্লেখ করে সেটা কি নিয়ত উচ্চারণ করার পর্যায়ে পড়বে?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আলহামদুলিল্লাহ।

এইকথা বলা নিয়তউচ্চারণ করারমধ্যে পড়বেনা। কেননা “এইপশু আমার ওআমারপরিবারেরপক্ষ থেকে” জবাইকারীরএ কথা বলা তার অন্তরেরসংবাদ মাত্র।জবাইকারী তোবলছে না যে,:‘আল্লাহুম্মাইন্নি উরিদুআন উদাহ্‌হি’(অর্থ- হেআল্লাহ, আমিকোরবানী করতেচাই) যেভাবেনিয়তউচ্চারণকারী বলেথাকেন। তিনিতো শুধু তারঅন্তরে যারয়েছে তাপ্রকাশকরেছেনমাত্র। নচেৎনিয়ত তো এরআগেই পাকাহয়েছে: যখনথেকে তিনিকোরবানীরপশুটিকেহাজির করেছেন,মাটিতে শুইয়েদিয়েছেন এবংজবাই করা শুরুকরেছেন তখনথেকে তার নিয়তপাকা হয়েছে।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android