প্রশ্ন: সুগন্ধিযুক্ত টিস্যু পেপার ব্যবহার করার বিধান কি?
0 / 0
3,36304/10/2015
ইহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত টিস্যু ব্যবহার করার বিধান
প্রশ্ন: 109172
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
আলহামদুলিল্লাহ।
যদিসুগন্ধিযুক্তটিস্যু পেপারভেজা হয় এবং ভেজাপারফিউমইহরামকারীরহাতে লাগেতাহলে সেটাব্যবহার করাজায়েয নয়। আরযদি শুকনো হয়এবং শুধুঘ্রাণ বের হয়এমন হয়, যেমনপুদিনা পাতারঘ্রাণ বাআপেলের ঘ্রাণএতে কোনঅসুবিধা নেই।
সূত্র:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব