আলহামদুলিল্লাহ।
যদি সুগন্ধিযুক্ত টিস্যু পেপার ভেজা হয় এবং ভেজা পারফিউম ইহরামকারীর হাতে লাগে তাহলে সেটা ব্যবহার করা জায়েয নয়। আর যদি শুকনো হয় এবং শুধু ঘ্রাণ বের হয় এমন হয়, যেমন পুদিনা পাতার ঘ্রাণ বা আপেলের ঘ্রাণ এতে কোন অসুবিধা নেই।
প্রশ্ন: 109172
প্রশ্ন: সুগন্ধিযুক্ত টিস্যু পেপার ব্যবহার করার বিধান কি?
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর
আলহামদুলিল্লাহ।
যদি সুগন্ধিযুক্ত টিস্যু পেপার ভেজা হয় এবং ভেজা পারফিউম ইহরামকারীর হাতে লাগে তাহলে সেটা ব্যবহার করা জায়েয নয়। আর যদি শুকনো হয় এবং শুধু ঘ্রাণ বের হয় এমন হয়, যেমন পুদিনা পাতার ঘ্রাণ বা আপেলের ঘ্রাণ এতে কোন অসুবিধা নেই।
সূত্র:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব