আপনি দাঁতের যে রঙের কথা উল্লেখ করেছেন তাতে কোন গুনাহ হবে না; এমনকি সেটা যদি স্থায়ী হয় তবুও। কেননা মূল বিধান হলো বৈধতা। আমরা এমন কোন দলিল জানি না যা এটি করতে বাধা দেয়।
আল্লাহ্ই সর্বজ্ঞ।
আমার দাঁতের কোন সমস্যা নাই; আলহামদু লিল্লাহ। তবে দাঁতগুলো হলদেটে। এতে কিছু সাদা সাদা দাগ আছে। যার কারণে আমার অনেক বিব্রতবোধ ও সংকোচ হয়। আমি দাঁতকে সাদাকরণের ব্যাপারে জিজ্ঞেস করেছি। তারা আমাকে জানিয়েছে যে, আমার দাঁতের কালার ভিন্ন হওয়ার কারণে এতে কোন উপকার হবে না। তারা আমাকে জানিয়েছে যে, দাঁতের স্থায়ী সাদা রঙ আছে; যা আপনার সমস্যাটি দূর করবে। এর হুকুম কী?
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর
আপনি দাঁতের যে রঙের কথা উল্লেখ করেছেন তাতে কোন গুনাহ হবে না; এমনকি সেটা যদি স্থায়ী হয় তবুও। কেননা মূল বিধান হলো বৈধতা। আমরা এমন কোন দলিল জানি না যা এটি করতে বাধা দেয়।
আল্লাহ্ই সর্বজ্ঞ।
ইসলাম জিজ্ঞাসা ও জবাব