10,126

ইসলাম কি তরবারির মাধ্যমে প্রসারিত হয়েছে?

প্রশ্ন: 5441

 ইসলামের কিছু কিছু শত্রুরা দাবী করছে যে, ইসলাম তরবারির মাধ্যমে প্রসার লাভ করেছে? এ ব্যাপারে আপনাদের প্রত্যুত্তর কী?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

যে ব্যক্তি ইসলামের দাওয়াত শুনেছে এবং সাড়া দিয়েছে তার ক্ষেত্রে ইসলাম দলীল-প্রমাণের মাধ্যমে প্রসার লাভ করেছে। আর যে ব্যক্তি দাম্ভিকতা ও আত্ম-অহংকার করেছে, এক পর্যায়ে তাকে পরাজিত করা হয়েছে এবং দম্ভ অহংকার ছেড়ে দিয়ে সে ইসলাম গ্রহণ করেছে তার ক্ষেত্রে ইসলাম শক্তি ও তরবারীর মাধ্যমে প্রসার লাভ করেছে।

তাওফিকের মালিক আল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর সাহাবীবর্গ ও তাঁর পরিবারবর্গের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।

সূত্র

সূত্র

ফাতাওয়াল্‌ লাজনাহ দায়িমা (ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়াসমগ্র) (১২/১৪)

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android