প্রশ্ন: ধর্মনিরপেক্ষ দেশে ইসলামী দল তৈরী করা কি জায়েয? যাতে আইন অনুযায়ী দলটির সরকারী অনুমোদন থাকে। তবে দল প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে- আল্লাহর দিকে দাওয়াত দেয়া।
0 / 0
3,62916/11/2015
অমুসলিম দেশে অভিবাসী মুসলমানদের একতাবদ্ধ থাকা
প্রশ্ন: 42771
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
আলহামদুলিল্লাহ।
যে সকলমুসলমানঅমুসলিম দেশেঅবস্থান করারমুসিবতে আছেনতাদেরএকতাবদ্ধথাকা, একইবন্ধনে আবদ্ধথাকা, পারস্পরিকসহযোগিতা করাইসলামেঅনুমোদিত;সেটা কোনইসলামী দলেরনামে হোক কিংবাকোন ইসলামীসংস্থার নামেহোক। এতে করেনেকি ওতাকওয়ার কাজে পারস্পরিকসহযোগিতাকরার সুযোগথাকে।
আল্লাহই তাওফিকদাতা।
সূত্র:
স্থায়ী কমিটির ফতোয়াসমগ্র (২৩/৪০৭)