প্রশ্ন: আমাদের একটি কারখানা ও একটি ফার্ম আছে। এখানে কিছু শ্রমিক রয়েছে। তারা মাসিক বেতন পায়। আমাদেরকে কি তাদের ফিতরা পরিশোধ করতে হবে, নাকি তারা নিজেরা নিজেদের ফিতরা পরিশোধ করবে?
0 / 0
3,74117/06/2017
শ্রমিকদের পক্ষ থেকে ফিতরা পরিশোধ করা
প্রশ্ন: 34519
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
আলহামদুলিল্লাহ।
যে শ্রমিকগণ কারখানা ও ফার্মে কাজ করার বিনিময়ে বেতন পায় তারা নিজেরা নিজেদের ফিতরা পরিশোধ করবে। কেননা ফিতরা মূলতঃ তাদের উপরই ফরয। অতএব, আপনার উপর তাদের ফিতরা পরিশোধ করা আবশ্যক নয়।
আল্লাহ্ই তাওফিকদাতা।
সূত্র:
ফতোয়া ও গবেষণা বিষয়ক স্থায়ী কমিটি (৯/৩৭২)