আমার শিশুর বয়স প্রায় একমাস। সে ন্যাচারাল ফিডিং এর উপর প্রায় ২০% নির্ভর করে। কারণ দুধ কম। তার বাকী প্রয়োজনী কৃত্রিম দুধ দিয়ে পূরণ করা হয়। আমি এমন দেশে থাকি যেখানে রোযা ১৭ ঘন্টা। এমতাবস্থায় আমার রোযা রাখার হুকুম কি?
0 / 0
1,81816/04/2022
যে নারীর বাচ্চা ন্যাচারাল ফিডিং এর উপর ২০% নির্ভর করে এমন নারীর রোযা না-রাখা
প্রশ্ন: 231735
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
আমি এই প্রশ্নটি আমাদের শাইখ আব্দুর রহমান আল-বার্রাকের কাছে পেশ করেছি। তিনি বলেন: এই নারী রোযা না-রেখে পরবর্তীতে ছোট দিনগুলোতে কাযা পালন করবেন।
আল্লাহই সর্বজ্ঞ।
সূত্র:
শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ