আমি খেয়াল করেছি যে, কিছু মুসল্লি মুয়াজ্জিন ইকামত শেষ করার পর তাকবীরে তাহরীমার আগে দুই হাত তুলে দোয়া করে। এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে উদ্ধৃত হয়েছে?
0 / 0
91111/06/2023
নামাযের ইকামত ও নামাযে প্রবেশের মাঝখানে দোয়া করা
প্রশ্ন: 148202
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
“এর কোন ভিত্তি নেই। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এমন কিছু উদ্ধৃত হয়নি যে, তিনি নামাযের ইকামত ও নামাযে প্রবেশের মাঝখানে দোয়া করতেন। এবং এমন কিছুও উদ্ধৃত হয়নি যে, তিনি এ সময় দুই হাত তুলতেন। বরঞ্চ এমন কিছু করা অনুচিত। যেহেতু এটি সুন্নাহ্র পরিপন্থী।”[সমাপ্ত]
মাননীয় শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ)
ফাতাওয়া নুরুন আলাদ দারব (২/১০৫৮)
সূত্র:
মাননীয় শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ)-এর ‘ফাতাওয়া নুরুন আলাদ দারব’ (২/১০৫৮)