ওযু ছাড়া অযীফা ও সকাল-সন্ধ্যার দোয়াগুলো পড়া
0 / 0
2,44914/01/2020
ওযু ছাড়া অযীফা ও সকাল-সন্ধ্যার দোয়াগুলো পড়া
প্রশ্ন: 105359
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
অযীফা (নিয়মিত তেলাওয়াতের জন্য কুরআনের নির্দিষ্ট একটি অংশ) ও সকাল-সন্ধ্যার দোয়া ওযু ছাড়া পড়া জায়েয আছে। যেহেতু আয়েশা (রাঃ) বলেছেন: "রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম সর্বাবস্থায় আল্লাহ্কে স্মরণ করতেন।"
আল্লাহ্ই তাওফিকদাতা, আমাদের নবী মুহাম্মদ, তাঁর পরিবার-পরিজন ও তাঁর সাহাবীবর্গের প্রতি আল্লাহ্র রহমত ও শান্তি বর্ষিত হোক।[সমাপ্ত]
গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি
শাইখ আব্দুল আযিয বিন বায, শাইখ আব্দুল্লাহ্বিন গুদইয়ান, শাইখ সালেহ আল-ফাওযান, শাইখ আব্দুল আযিয আলে শাইখ, শাইখ বকর আবু যায়েদ।
[ফাতাওয়াল লাজনাদ দায়িমা লিল বুহুছিল ইলমিয়্যা ওয়াল ইফতা (২৪/২৩৩)]
সূত্র:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব