0 / 0
3,22111/জুমাদাস সানি/1444 , 04/জানুয়ারী/2023

আলী (রাঃ) জ্বিনের সাথে যুদ্ধ করেছেন এমন দাবী করা মিথ্যাচার; এর কোন ভিত্তি নেই

প্রশ্ন: 10359

এটা কি সঠিক যে, ইমাম আলী (রাঃ) জ্বিনের সাথে লড়াই করেছেন; যেহেতু ‘গাজাওয়াতুল ইমাম আলী’ নামক কিতাবে এটি উদ্ধৃত হয়েছে এবং তিনি লড়াই করে তাদেরকে সাত জমিন পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। এই কিতাবের ব্যাপারে আপনাদের অভিমত কি?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর

এসব কিছুর কোন ভিত্তি নেই। তিনি জ্বিনের সাথে লড়াই করেননি এবং এমন কিছু ঘটেনি। বরঞ্চ এটি বাতিল, মিথ্যা ও মানুষের বানোয়াট। শাইখুল ইসলাম আবুল আব্বাস (রহঃ) এ ব্যাপারে বলেন: নিঃসন্দেহে এটি মিথ্যা, এর কোন ভিত্তি নেই এবং মিথ্যাবাদীরা যে সব মিথ্যাচার করেছে এটি সেগুলোর অন্তর্ভুক্ত।

সূত্র

শাইখ আল্লামা আব্দুল আযিয বিন আব্দুল্লাহ্‌ বিন বায এর ফতোয়া ও প্রবন্ধ সমগ্র (খন্ড-৯, পৃষ্ঠা-২৭৭)

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android