এটা কি সঠিক যে, ইমাম আলী (রাঃ) জ্বিনের সাথে লড়াই করেছেন; যেহেতু ‘গাজাওয়াতুল ইমাম আলী’ নামক কিতাবে এটি উদ্ধৃত হয়েছে এবং তিনি লড়াই করে তাদেরকে সাত জমিন পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। এই কিতাবের ব্যাপারে আপনাদের অভিমত কি?
0 / 0
3,22104/01/2023
আলী (রাঃ) জ্বিনের সাথে যুদ্ধ করেছেন এমন দাবী করা মিথ্যাচার; এর কোন ভিত্তি নেই
প্রশ্ন: 10359
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
এসব কিছুর কোন ভিত্তি নেই। তিনি জ্বিনের সাথে লড়াই করেননি এবং এমন কিছু ঘটেনি। বরঞ্চ এটি বাতিল, মিথ্যা ও মানুষের বানোয়াট। শাইখুল ইসলাম আবুল আব্বাস (রহঃ) এ ব্যাপারে বলেন: নিঃসন্দেহে এটি মিথ্যা, এর কোন ভিত্তি নেই এবং মিথ্যাবাদীরা যে সব মিথ্যাচার করেছে এটি সেগুলোর অন্তর্ভুক্ত।
সূত্র:
শাইখ আল্লামা আব্দুল আযিয বিন আব্দুল্লাহ্ বিন বায এর ফতোয়া ও প্রবন্ধ সমগ্র (খন্ড-৯, পৃষ্ঠা-২৭৭)