0 / 0

যে ব্যক্তি এমন কোন গুদামে চাকুরী করেন যেখানে কোন কোন সময় তাকে শূকরের গোশত ট্রাক বোঝাই করতে হয়

প্রশ্ন: 85191

প্রশ্ন: আমি একজন মুসলিম যুবক। পাশ্চাত্যের একটি দেশে মার্কেট ও দোকানে খাদ্য সরবরাহকারী কোম্পানির গুদামে চাকুরি করি। আমাদের কাজ হলো- খাদ্যদ্রব্য একত্রিত করে মার্কেটে নেয়ার জন্য ট্রাকে বোঝাই করা। আমরা যেসব খাদ্যদ্রব্য বোঝাই করি এর মধ্যে থাকে বিভিন্ন শাক-সবজি, ফলমূল, দুধ ও মাংস…। অনেক সময় এমন গ্রাহক আসে যে শূকর অথবা শূকরজাত কোনো দ্রব্য চেয়ে বসে। তখন আমরা এগুলো একত্রিত করতে ও ট্রাকে উঠাতে বাধ্য হই। আমার প্রশ্ন হল: শরিয়তের দৃষ্টিতে এ চাকুরী করার বিধান কি? উল্লেখ্য, আর যে চাকুরীগুলোর সুযোগ পাওয়া যায় সেগুলো রেস্টুরেন্ট ও ক্যাফেতে। সেখানেও শূকরের গোশত পরিবেশন করতে হয়।

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

আলহামদুলিল্লাহ।
শূকরের গোশতবিক্রি করা,অর্থেরবিনিময়ে বহনকরা অথবা এক্ষেত্রে কোনপ্রকার সহযোগিতাকরা হারাম। দলিল হচ্ছে-রাসূলুল্লাহসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামবলেছেন, “আল্লাহ ওতাঁর রাসূল মদ,মৃতজন্তু, শূকরও মূর্তিবিক্রি করাহারাম করেছেন।”[সহিহ বুখারী(২০৮২) ও সহিহ মুসলিম(২৯৬০)] আল্লাহরবাণী: “তোমরাসৎকর্মও তাকওয়ারক্ষেত্রেএকেঅপরকে সহযোগিতাকর। পাপাচার ওসীমালংঘনেপরস্পরকেসহযোগিতা করোনা।”[সূরা আল-মায়েদা,আয়াত: ২]

অনুরূপভাবে যে কোন বিষয়ের‘হারামহওয়া’সাব্যস্ত হলেসে বিষয়েসহযোগিতাকরাও হারাম।যেমন- কোনরেস্টুরেন্টেমদ, মৃতজন্তু,বন্য গাধার গোশতইত্যাদিপরিবেশন করারকাজ করা। আল্লাহতাআলা বলেন: “তোমাদেরজন্য হারামকরা হয়েছে মৃতপ্রাণী, রক্তও শূকরের গোশতএবং যা আল্লাহছাড়া অন্যকারো নামেযবেহ করাহয়েছে;শ্বাসরোধ হয়েমরা জন্তু, প্রহারেমরা জন্তু, উঁচুথেকে পড়ে মরাজন্তু, অন্যপ্রাণীরশিঙের আঘাতেমরা জন্তু এবংযে জন্তুকে হিংস্রপ্রাণীখেয়েছে; তবেখেলেও যে প্রাণীকেযবেহ করা গেছেসেটা ছাড়া।” [সূরা আল-মায়েদা,আয়াত: ৩]

প্রতিটিমুসলমানেরকর্তব্য হলসর্বদা আল্লাহকেভয় করা। হালালউপার্জনেরমাধ্যমঅন্বেষণ করা,হারাম মাধ্যমবর্জন করা।কারণ হারামউপার্জন দিয়েপরিপুষ্ট দেহজাহান্নামেরআগুনে দগ্ধহবে।রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামবলেছেন: “যে শরীর হারামউপার্জনেগঠিত সে শরীরজাহান্নামেরআগুনে দগ্ধহওয়া যুক্তিযুক্ত।”[ তাবারানী ওআবু নুআইমহাদীসটিবর্ণনাকরেছেন এবংআলবানী সহিহআল-জামে (৪৫১৯)গ্রন্থে হাদিসটিকেসহিহ বলেছেন]

সৌদি আরবেরফতোয়া বিষয়কস্থায়ীকমিটিকেপ্রশ্ন করাহয়েছিল, যেসকল হোটেলে শূকরেরগোশত, মদপরিবেশন করাহয় সে হোটেলেচাকুরি করাজায়েয কি না? তারাউত্তরেবলেছেন, এ সকলহোটেলে কাজকরা হারাম। সেখানেকাজ করে যাউপার্জন করা সেটাওহারাম। কেননাএটা অবৈধ বাহারাম কাজেসহযোগিতা। হারামকাজেসহযোগিতা করা আল্লাহনিষেধকরেছেন। তিনিবলেছেন, “মন্দকর্মও সীমালঙ্ঘনেপরস্পরেরসহযোগিতা করোনা।”[সূরা আল-মায়েদা,আয়াত: ২]

তাই আমরাআপনাকে উপদেশদিচ্ছি- আপনিএ জাতীয়হোটেলে চাকুরিকরা পরিহারকরুন। আল্লাহরাব্বুলআলামীন যা হারামও অবৈধ বলেঘোষণা করেছেনতা করতে কাউকেসাহায্যসহযোগিতাকরবেন না।[ফতোয়া বিষয়কস্থায়ীকমিটির ফতোয়াসমগ্র(১৩/৪৯)]

মোটকথা হল, আমিএই গুদামে কাজকরতে পারেনতবে সেখানেহারামবস্তুসামগ্রীবহন, সংরক্ষণ, পরিবেশনেরকাজ করা জায়েযহবে না।

আল্লাহই ভালজানেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android