0 / 0
1,01313/রমজান/1444 , 04/এপ্রিল/2023

কন্টাক্ট লেন্সকে ক্লিনিং লিকুইডে ডুবানোর পর ব্যবহার করা রোযার উপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না

প্রশ্ন: 65693

রোযা অবস্থায় কন্টাক্ট লেন্স ব্যবহার করা কি জায়েয? যেহেতু; যেমনটি আপনারা জানেন যে, এটাকে বিশেষ ক্লিনিং লিকুইডে রাখা হয়? আশা করি বিস্তারিতভাবে জবাব দিবেন?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর

রোযা অবস্থায় কন্টাক্ট লেন্স ব্যবহার করা জায়েয। এটাকে প্রথমে ক্লিনিং লিকুইডের মধ্যে রাখা হয় বিধায় কোন ক্ষতি হবে না। সর্বোচ্চ যা ঘটতে পারে সেটা হলো কিছু লিকুইড চোখে অনুপ্রবেশ করতে পারে। তখন এটি চোখের ড্রপের পর্যায়ভুক্ত হবে। আলেমদের দুটো অভিমতের মধ্যে সর্বাধিক সঠিক অভিমত হলো: চোখের ড্রপ রোযাকে ভঙ্গ করে না।

শাইখ ইবনে উছাইমীন (রহঃ) বলেন:

“রোযাদারের সুরমা লাগাতে, চোখে ও কানে ড্রপ দিতে কোন অসুবিধা নেই। এমনকি যদি গলার ভেতরে এর স্বাদ পায় তবুও এর দ্বারা রোযা নষ্ট হবে না। যেহেতু এটি পানাহার নয় কিংবা পানাহারের স্থলাভিষিক্তও নয়। পানাহার নিষিদ্ধ হওয়ার ব্যাপারে দলিল উদ্ধৃত হয়েছে। তাই যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত সেগুলো ছাড়া অন্য কিছুকে এর অধিভুক্ত করা যাবে না। এখানে আমরা যা উল্লেখ করলাম সেটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মনোনীত অভিমত এবং এটাই সঠিক।”[সমাপ্ত]

[ফিকহুল ইবাদাত (পৃষ্ঠা-১৯১)]

দেখুন: 2299 নং, 22199 নং ও 38023 নং প্রশ্নোত্তর।

আল্লাহ্‌ই সর্বজ্ঞ।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

answer

সংশ্লিষ্ট প্রশ্নোত্তরসমূহ

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android