প্রশ্ন: সবার সাথে যেন হজ্জের কাজ শেষ করা যায় সেজন্য মেয়েদের ট্যাবলেট খাওয়া কি জায়েয আছে?
0 / 0
6,10625/07/2017
হজ্জের কারণে মেয়েদের মাসিক বন্ধ করে রাখার ঔষধ খাওয়া জায়েয
প্রশ্ন: 36600
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
আলহামদুলিল্লাহ।
রমযান মাসে মেয়েদের গর্ভ নিরোধক বড়ি খেতে অসুবিধা নেই; যাতে করে মাসিক বন্ধ থাকে ও সবার সাথে রোযা রাখতে পারে। এবং ও হজ্জের দিনগুলোতে খেতে অসুবিধা নেই; যাতে করে সবার সাথে তাওয়াফ করতে পারে ও হজ্জের কাজ বিঘ্ন না হয়। ট্যাবলেট ছাড়া অন্য কিছু যদি পাওয়া যায়, যা মাসিক বন্ধ রাখে তাহলে সেটাতে তো কোন অসুবিধা নেই; যদি শরিয়ত নিষিদ্ধ কোন কিছু এতে না থাকে কিংবা ক্ষতিকর কিছু না থাকে।[শাইখ আব্দুল আযিয বিন বায এর বক্তব্য থেকে সংকলিত ও সমাপ্ত]
সূত্র:
ফাতাওয়া বিন বায (১৭/৬০)