0 / 0

ফিল্ম দেখা ছেড়ে দিয়েছিল; কিন্তু ভুলে গিয়ে একটি ফিল্ম দেখে ফেলেছে। এখন জানতে চাচ্ছে কিভাবে ফিল্ম দেখা একেবারে ছেড়ে দিতে পারবে

প্রশ্ন: 159366

প্রশ্ন:

আমি আল্লাহর নামে শপথ করেছি যে, আমি আর ফিল্ম দেখব না। কিন্তু আমি নির্দিষ্ট করি নাই যে, কী ধরনের ফিল্ম আমি দেখব না। এক বছর পরে আমি একটি ফিল্ম দেখেছি, যেটি তেমন কিছু নয় বা অশ্লীল নয়। আমার প্রশ্ন হচ্ছে- আমি কিভাবে এই গুনাহ হতে নাজাত পাব। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিন।

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

সমস্তপ্রশংসাআল্লাহরজন্য।

আলেমগণফিল্ম দেখাছেড়ে দেয়ারকয়েকটি উপায় উল্লেখকরেছেন, যেমন-

১. এই ফিল্মদেখার শরয়িহুকুম জানা। এবিষয়ে ইতিপূর্বেঅনেক উত্তরদেয়া হয়েছে।

২.সার্বক্ষণিকআল্লাহকেস্মরণ করা।কারণ আল্লাহমানুষেরপ্রকাশ্য-গোপনসবকিছুজানেন। জনৈকসলফে সালেহীনকেজিজ্ঞেস করাহয়েছিল- হারামকিছুর দর্শনথেকে চক্ষুকেসংযত রাখারউপায় কী?উত্তরে তিনিবলেন: এইজ্ঞানউজ্জীবিতকরার মাধ্যমেযে, তুমি যতবেগে ঐ বস্তুরদিকে তাকাচ্ছএর চেয়েবহুগুণ বেশীবেগে আল্লাহতোমার দিকে তাকাচ্ছেন।

৩. নেককারদেরসাহচর্যেথাকা। যারাআপনি ভুলেগেলে আপনাকেস্মরণ করিয়েদিবেন। আপনারমধ্যে কোন গাফলতিদেখলে তারাসাবধান করেদিবে। এরাই্হচ্ছে-আল্লাহর জন্যবন্ধুত্বেরবন্ধনে আবদ্ধখলিল। যাদেরপরস্পরে মাঝেসম্পর্কেরবন্ধন হচ্ছে-আল্লাহরআনুগত্য।এদেরসম্পর্কেআল্লাহ তাআলাবলেছেন: “সেদিনবন্ধুরা একেঅন্যের শত্রুহবে, মুত্তাকীরাছাড়া।”[সূরাযুখরুফ, ৬৭]এরাই হচ্ছে-সৎসঙ্গি।রাসূলসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম যারউদাহরণদিয়েছেন ‘মিসক-আম্বর’ বহনকারীরসাথে। আবুমুসা আশয়ারী(রাঃ) হতে বর্ণিততিনি বলেন নবীসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামবলেছেন: “সৎসঙ্গি ওঅসৎসঙ্গিরউদাহরণ হচ্ছে-মিসক বিক্রেতাও কামারেরহাফরের মত।মিসকবিক্রেতা থেকেতুমি কোন নাকোন উপকারপাবেই পাবে।হয়তো তুমি তারথেকে মিসককিনবে অথবাঅন্ততসুগন্ধি পাবে।আর কামারেরহাফর হয়তোতোমার শরীরপুড়িয়ে দিবেঅথবা তোমারকাপড় পুড়িয়েদিবে অথবাতুমি এরদুর্গন্ধপাবে।”[সহীহবুখারী (১৯৯৬)ও সহীহ মুসলিম(২৬২৮)]

৪. দ্বীন ওদুনিয়ার জন্যউপকারী কাজেনিজেকে ব্যস্তরাখা। প্রতিদিনকুরআন শরীফেরনির্দিষ্টপরিমাণ অংশমুখস্ত করা বাপড়া।আলেমগণেরলিখিত বিভিন্নবই-পুস্তকপড়তে পারেন বাআলোচনা শুনতেপারেন। আপনিকোন মঙ্গলজনকপেশায় ব্যস্তথাকতে পারেনঅথবা সমাজ ওমানুষের কোনখেদমত করতেপারেন।

৫. বিয়ে করা।চক্ষু অবনতরাখা ওলজ্জাস্থানহেফাযতেরাখার জন্যএটি নবীসাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামেরনসিহত। হে যুবকেরা!তোমাদেরমধ্যকার যেসামর্থবান সেযেন বিবাহ করে।কেননা, তা তারদৃষ্টিনিম্নগামীরাখতে ও লজ্জাস্থানকেহেফাজত করায়সহায়ক হয়।আর যে বিবাহেরসামর্থ রাখেনা, সে যেনরোজা রাখে। কারণতাসত্যিইযৌন উত্তেজনাপ্রশমনকারী।[সহীহবুখারী (৪৭৭৯)ও সহীহ মুসলিম(১৪০০)]

৬.সার্বক্ষণিকআল্লাহর কাছেদোয়া করা যেনআল্লাহ তাআলাআপনাকেসহায়তা করেন,তাওফিক দেন,আপনার কর্ণ ওচক্ষুকেপবিত্ররাখেন। আত্মারঅনিষ্ট হতেবাঁচার জন্যবান্দা প্রয়োজনীয়সব ধরনেরউপায়-উপকরণগ্রহণ করার পরযে উত্তমকাজটি করতেপারে সেটি হলোআল্লাহর কাছে আশ্রয়চাওয়া। যাতেআল্লাহ তাকেএক্ষেত্রে সাহায্যকরেন, তারজন্য সহজ করেদেন এবং তারঅঙ্গপ্রত্যঙ্গগুলোপবিত্ররাখেন।

আমরাআল্লাহর কাছেদোয়া করছিআল্লাহ যেনআপনাকে তাঁরপছন্দনীয় পথে,তাঁরসন্তুষ্টিরপথে চলা সহজকরে দেন।

আল্লাহইসবচেয়ে ভাল জানেন।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android