মেয়ে শিশুর নাম ‘হাওয়া’ রাখা কি জায়েয?
0 / 0
1,08815/06/2023
মেয়ে শিশুর নাম ‘হাওয়া’ রাখা কি জায়েয
প্রশ্ন: 146122
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
মেয়ে শিশুর নাম ‘হাওয়া’ রাখা জায়েয। এতে কোন আপত্তি নেই। কেননা যে কোন নাম রাখার মূল বিধান বৈধতা ও জায়েয হওয়া; যতক্ষণ পর্যন্ত না তাতে শরিয়তে নিষিদ্ধ কিছু থাকে কিংবা খারাপ কোন অর্থ থাকে।
আরও জানতে দেখুন: 7180 নং প্রশ্নোত্তর।
সালাফদের কাছে এ নামটি মশহুর ছিল। নারী সাহাবীদের মধ্যে একজন ছিলেন:
হাওয়া বিনতে ইয়াযিদ বিন আস-সাকান। ইবনুল আছির বলেন: “তিনি আনসারদের মধ্যে বায়াতকারী নারী ছিলেন। যিনি তার স্বামী কাইস বিন আল-খাতিমের আগে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ইয়াযিদ বিন আস-সাকানের মেয়ে।”[সমাপ্ত]
[উসদুল গাবাহ (৭/৭৩) এবং দেখুন: আল-ইসাবা ফি তাময়িযিস সাহাবা (৭/৫৮৮)]
আল্লাহ্ই সর্বজ্ঞ।
সূত্র:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব
সংশ্লিষ্ট প্রশ্নোত্তরসমূহ