0 / 0
1,05221/রমজান/1444 , 12/এপ্রিল/2023

কৃত্রিম অক্সিজেন গ্রহণ করলে কি রোযা ভেঙ্গে যাবে?

প্রশ্ন: 124206

কিছু কিছু রোগী যাদের শ্বাসকষ্ট আছে রোযা অবস্থায় তাদের কৃত্রিম অক্সিজেন নেয়ার প্রয়োজন হয়? এটা কি রোযার উপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর

কিছু কিছু রোগীদেরকে যে অক্সিজেন দেয়া হয় সেটা রোযাকে নষ্ট করবে না। যেহেতু এই অক্সিজেনের সাথে অন্য কোন উপাদান যোগ করা হয় না। তাই এর হুকুম প্রাকৃতিক বাতাস গ্রহণ করার মত।

এ কারণে ‘ইসলামী ফিকাহ একাডেমীর’ সিদ্ধান্তে এসেছে: যে জিনিসগুলো রোযা ভঙ্গকারী হিসেবে গণ্য হবে না: ... অক্সিজেন গ্যাস।[সমাপ্ত]

দেখুন: ইসলামী ফিকাহ একাডেমীর ম্যাগাজিন (১০/২/৯৬; ৪৫৪) এবং মুফাত্তিরাতুস সিয়াম  আল-মুআসিরা (পৃষ্ঠা-৫০)

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android