প্রশ্ন: কোন আত্মীয় বা বন্ধুর মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য সফর করার বিধান কি, দাফনের আগে সমবেদনা জানানো কি জায়েয?
0 / 0
6,26208/01/2016
কারো মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য সফর করার বিধান কি?
প্রশ্ন: 118121
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
আলহামদুলিল্লাহ।
কোনআত্মীয় বাবন্ধুরমৃত্যুতেসমবেদনা জানানোরজন্য সফর করতেকোন বাধা আছেবলে আমরা জানিনা। কারণ এতেরয়েছেসহমর্মিতা,বিপদের সময়তাদের দুঃখলাঘব করা,তাদেরকে সান্তনাদেয়া। দাফনেরআগে কিংবা পরেসমবেদনা জানাতেকোন বাধা নেই।বিপদের পর যততাড়াতাড়ি সমবেদনাজানানো যাইততই ভাল; কারণএতে তাদের দুঃখলাঘবে বেশিভূমিকা রাখাযায়। আল্লাহইতাওফিকদাতা।[সমাপ্ত]
শাইখআব্দুল আযিযবিন বায (রহঃ)
সূত্র:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব