যদি কোন ব্যক্তি তাওয়াফের মধ্যে সন্দেহে পড়ে যায় সে কি সাহু সেজদা দিবে; এই বিবেচনা থেকে যে, বায়তুল্লাহ্কে তাওয়াফ করা নামাযতুল্য?
0 / 0
1,07609/03/2023
যদি কেউ তাওয়াফের মধ্যে সন্দেহে পড়ে যায় সে কি সাহু সেজদা দিবে?
প্রশ্ন: 109343
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
“সে ব্যক্তি সিজদা দিবে না। কেননা তাওয়াফের মধ্যে সিজদা দিয়ে আল্লাহ্র ইবাদত করা নেই। যদি মূল ইবাদতের মধ্যেই সিজদা না থাকে; তাহলে সন্দেহর ক্ষেত্রে কিভাবে?! যেটির মূল ইবাদতেই সিজদা নেই সেটির ভুলকে কিভাবে সিজদা দিয়ে শোধরানো হবে?”[মাজমুউ ফাতাওয়া ইবনে উছাইমীন (২২/৩৪৭)]
সূত্র:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব