জনৈক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন এবং তাকে তিনদিন ফ্রিজে রাখা হয়েছে; যাতে করে দাফনের প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। তাকে যখন ফ্রিজ থেকে বের করা হয় তখন তিনি ফ্রোজেন হয়ে গেছেন। গোসল দানকারী ব্যক্তি তাকে ঐ অবস্থাতেই গোসল দিয়েছেন। এতে করে তাকে বসানো ও নাড়ানো সম্ভবপর হয়নি যাতে করে তার পেটের ভেতরে কোন বায়ু থাকলে সেগুলো বেরিয়ে যায়। এমতাবস্থায় এর হুকুম কী?
0 / 0
99813/07/2023
ফ্রোজেন অবস্থায় মৃতব্যক্তিকে গোসল দেয়া হয়েছে; এই গোসল কি যথেষ্ট হবে?
প্রশ্ন: 105360
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
যদি অবস্থাটা এমনই যেমনটি উল্লেখ করা হয়েছে তাহলে মৃতব্যক্তিকে ফ্রিজ থেকে বের করার পর যে গোসল দেয়া হয়েছে সেটি সহিহ ও যথেষ্ট।
আল্লাহই তাওফিকদাতা, আমাদের নবী মুহাম্মদের প্রতি, তাঁর পরিবার-পরিজন ও সাহাবীবর্গের প্রতি আল্লাহ্র রহমত ও শান্তি বর্ষিত হোক।
শাইখ আব্দুল আযিয বিন বায, শাইখ আব্দুর রাজ্জাক আফিফি, শাইখ আব্দুল্লাহ্ বিন গাদইয়ান।
[গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়াসমগ্র (৮/৩৫৮)]
আল্লাহই সর্বজ্ঞ।
সূত্র:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব