0 / 0
5,85706/08/2019

কুরবানীর পশু জবাই করার সময় নিয়ত উচ্চারণ করা

প্রশ্ন: 36518

নিয়ত উচ্চারণ করা কি জায়েয? উদাহরনতঃ আমি যদি আমার মৃত পিতার পক্ষ থেকে কুরবানীর পশু জবাই করতে চাই আমি বলব: 'হে আল্লাহ্‌! আমার পিতা অমুকের কুরবানী'; নাকি নিয়ত উচ্চারণ না করেই কাজটি করে ফেলব এবং এটাই যথেষ্ট?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

নিয়তের স্থান হচ্ছে— অন্তর। অন্তরে যা উদ্দেশ্য করা হয়েছে সেটাই যথেষ্ট; নিয়ত উচ্চারণ করবে না। তার উচিত হল: জবাই করার সময় তাসমিয়া (বিসমিল্লাহ্‌) বলা ও তাকবীর (আল্লাহু আকবার) বলা। যেহেতু সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আনাস (রাঃ) থেকে সাব্যস্ত হয়েছে যে, তিনি বলেন: "নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটো ভেড়া দিয়ে কুরবানী করেছেন। দুটোকে তিনি নিজ হাতে জবাই করেছেন; বিসমিল্লাহ্‌ বলেছেন এবং তাকবীর বলেছেন।"[সহিহ বুখারী (৭/১৩০, হাদিস নং ৫৫৫৪) ও সহিহ মুসলিম (৩/১৫৫৬, হাদিস নং ১৯৬৬) ও মুসনাদে আহমাদ (৩/১১৫)]

তবে "হে আল্লাহ্‌! এটি আমার বাবার কুরবানী" এই কথা বলতে কোন বাধা নেই। এটি নিয়ত উচ্চারণ করা নয়।

আল্লাহ্‌ই তাওফিকদাতা।

সূত্র

গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android