0 / 0
2,18910/10/2021

বিটকয়েন বেচাকেনা করার হুকুম কি?

প্রশ্ন: 360668

সম্প্রতি অনেক কোম্পানিতে বিটকয়েন ও অন্যান্য ডিজিটাল মুদ্রায় প্রচুর লেনদেন হচ্ছে এবং এটাকে স্বীকৃতি দেয়া হচ্ছে। আমি বিটকয়েনে বিনিয়োগ করার হুকুম জানতে চাই। তবে এ বিষয়ে শরিয়তের হুকুম না জানার কারণে আমি এখনও থেমে আছি। এ ব্যাপারে শরিয়তের হুকুম কি?

উত্তর

আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা

এখনও এই মুদ্রার উৎস অজ্ঞাত। এটাকে ঘিরে অনেক অস্পষ্টতা, জটিলতা, ভীতি ও ঝুঁকি রয়েছে।

তাই আমরা আপনাকে এই ক্ষেত্রে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছি না। যতক্ষণ পর্যন্ত না এর স্বরূপ প্রকৃতি স্পষ্ট হয়ে উঠে এবং এর পেছনে কারা রয়েছে তাদেরকে জানা যায়।

এখন পর্যন্ত আমাদের কাছে এ মুদ্রার বাস্তব অবস্থা পরিস্ফুট হয়নি যার ভিত্তিতে এ বিষয়ে শরয়ি ফতোয়া ইস্যু করা যেতে পারে।

আল্লাহ্‌ই সর্বজ্ঞ।

সূত্র

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

at email

নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন

নিয়মিত আপডেট ও ওয়েবসাইটের নিত্য নতুন তথ্য পেতে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম প্রশ্ন এবং উত্তর অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত অনুসরণ করুন এবং ইন্টারনেট ছাড়া ব্রাউজ করার সুযোগ

download iosdownload android