প্রশ্ন: কোনটি উত্তম: হজ্জ ও উমরার ফরজ আদায় করা; নাকি অবিবাহিত হলে বিয়ে করা?
0 / 0
8,46116/01/2016
কোনটি উত্তম: বিয়ে করা; নাকি হজ্জ আদায় করা
প্রশ্ন: 11565
উত্তর
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
যদি আপনি ব্যভিচারে লিপ্ত হওয়ার আশংকা করেন তাহলে ফরজ হজ্জ ও উমরা আদায়ের উপর বিয়েকে প্রাধান্য দিন। আর যদি এমন কোন আশংকা না করেন তাহলে ফরজ হজ্জ ও উমরা আদায় করাকে বিয়ের উপর প্রাধান্য দিন।
আল্লাহই তাওফিকদাতা।
সূত্র:
স্থায়ী কমিটির ফতোয়াসমগ্র (১৩/১৮)